ঊরু

শ্রোণি এবং হাঁটুর মধ্যবর্তী অংশ

ঊরু হচ্ছে শ্রোণী এবং হাঁটুর মধ্যবর্তী অংশ।[]

ঊরু
ডান ঊরুর সম্মুখ এবং মধ্যবর্তী অংশ।
ঊরুর ক্রস-সেকশন;পেশী এবং হাড় প্রদর্শিত।
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনফিমোরিস
মে-এসএইচD013848
টিএ৯৮A01.1.00.035
টিএ২160
এফএমএFMA:24967
শারীরস্থান পরিভাষা

ফিমার, ঊরুর একমাত্র হাড়। এটি নিতম্বে বল ও সকেট ধরনের অস্থিসন্ধি এবং হাঁটুতে কন্ডাইল ধরনের অস্থিসন্ধি গঠন করে।

ঊরুর একমাত্র অস্থি ফিমার। এটি মানবদেহের সর্বাপেক্ষা লম্বা এবং শক্ত অস্থি।[] এটি উপরে শ্রোণিচক্রের অস্থির সাথে ঊরুসন্ধি এবং নিচের দিকে পায়ের অস্থি টিবিয়ার সাথে হাটুসন্ধি তৈরি করে। []

পায়ের প্রস্থচ্ছেদে পেশির তিনটি আলাদা কক্ষ দেখা যায়। প্রত্যেক কক্ষের পেশিরা তাদের নিজস্ব ফাসা(ইংরেজি 'fascia') দিয়ে আটকানো থাকে এবং দুটি কক্ষের মাঝখানে থাকে পুরু যোজক কলা নির্মিত পর্দা যাকে বলা হয় সেপ্টা(ইংরেজি 'septa')।

  • উরুর ভিতরে দিকের কক্ষের পেশি

১. পেক্টিনিয়াস ২. অ্যাডাক্টর ম্যাগনাস ৩. অ্যাডাক্টর লংগাস ৪. অ্যাডাক্টর ব্রেভিস ৫. গ্রাসিলিস

  • ঊরুর সামনের কক্ষের পেশি

১. সার্টোরিয়াস ২. ভাস্টাস মেডিয়ালিস ৩. ভাস্টাস ইন্টারমেডিয়াস ৪. ভাস্টাস ল্যাটারালিস (শেষোক্ত তিনটিকে একত্রে কোয়াড্রিসেপ পেশি বলে)[]

  • ঊরুর পিছনের কক্ষের পেশি

১. সেমি মেম্ব্রেনোসাস ২. সেমি টেন্ডিনোসাস ৩. বাইসেপস ফিমোরিস (এদের একত্রে হ্যামস্ট্রিং পেশি বলা হয়)[] <ref>https://www.kenhub.com/en/library/anatomy/posterior-thigh-muscles

রক্ত সরবরাহ

সম্পাদনা

ঊরুতে ফিমোরাল ধমনী এবং অবটুরেটর ধমনী রক্ত যোগান দেয়।একইসাথে, ফিমোরাল শিরা,পপলিটিয়াল শিরা এর অগ্রবর্তী অংশ দ্বারা রক্ত গৃহীত হয়। এগুলি থ্রম্বসিস সংঘটিত হবার স্থান।

অতিরিক্ত ছবি

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ডোরল্যান্ডের চিকিৎসাশাস্ত্র অভিধানে "thigh"
  2. https://www.hss.edu/playbook/facts-about-bones-in-your-skeleton/
  3. "Facts About Bones in Your Skeleton"। Hospital for Special Surgery। 
  4. http://www.sciencedirect.com/science/article/pii/B9780323079549000049
  5. https://www.medicinenet.com/hamstring_injury/article.htm
  NODES
Done 1