উদর

দেহের সম্মুখভাগে বক্ষ ও শ্রোণির মধ্যবর্তী অংশ
(পেট থেকে পুনর্নির্দেশিত)

উদর মেরুদন্ডী প্রাণীর দেহের একটি প্রধান অংশ। এটি বক্ষদেশের পশ্চাদ্ভাগে থাকে। স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এর পুরোভাগে মধ্যচ্ছদা থাকে এবং পশ্চাদ্ভাগে শ্রোণি থাকে। মধ্যচ্ছদা উদর-গহবর থেকে প্লুরাল এবং পেরিকোর্ডিয়াল গহবরকে পৃথক রাখে। একময়াত্র স্তন্যপায়ী ছাড়া সব মেরুদন্ডী প্রাণীর ফুসফুস এবং উদরের viscera একই সাধারণ গহবরের মধ্যে থাকে যা Pluero-peritoneal cavity নামে পরিচিত।[][]

উদর
মানুষের উদর ও অঙ্গ প্রত্যঙ্গ
বিস্তারিত
সন্নিবেশRib cage
Vertebral column
কাজMovement and support for the torso
Assistance with breathing
Protection for the inner organs
Postural support
শনাক্তকারী
লাতিনAbdomen
মে-এসএইচD000005
টিএ৯৮A01.1.00.016
টিএ২127
এফএমএFMA:9577
শারীরস্থান পরিভাষা

উদর গহবরে অবস্থিত viscera সমূহ একটি পেরিটোনিয়াল পর্দা দিয়ে মোড়ানো থাকে। বিভিন্ন অঙ্গ থেকে পেরিটোনিয়াল পর্দা দেহ প্রাচীরে Mesenteries আকারে আটকানো থাকে। কিছু কিছু পর্দার ভাঁজ Omentum তৈরি করে।

অর্থ্রোপড এবং অন্যান্য প্রাণীর দেহের উদরের অংশ বোঝানোর জন্য abdomen শব্দটি ব্যবহৃত হয়ে থাকে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Abdomen. (n.d.). Dictionary.com Unabridged (v 1.1). Accessed: 22 Oct 2007
  2. Abdomen. Dictionary.com. The American Heritage Dictionary of the English Language, 4th Edition. Accessed: 22 October 2007

বহিঃসংযোগ

সম্পাদনা
  NODES