ফরচুনা রোমান পুরাণের সৌভাগ্যের দেবী। গ্রিক পুরাণের সৌভাগ্যের দেবী টাইকি ফরচুনার সমতুল্য দেবী। রোমান সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী হিসেবে ফরচুনা পূজিত হতেন। বিভিন্ন প্রেক্ষিতে ভিন্ন নামে তার পূজা করা হতো।

ফর্চুনার মূর্তি

ফরচুনাকে পূজার ক্ষেত্রসমূহ

সম্পাদনা
  • ফরচুনা এনোনারিয়া ফসল ফলনে সৌভাগ্য ফিরিয়ে আনত।
  • ফরচুনা বেলি যুদ্ধের ভাগ্য নিয়ন্ত্রণ।
  • ফরচুনা প্রিমিজেনিয়া নতুন জন্ম নেয়া শিশুর ভাগ্য নিয়ন্ত্রণ।
  • ফরচুনা ভিরিলিস কাঙ্থিত পুরুষ পাওয়ার ভাগ্য নিয়ন্ত্রণ। মেয়েরা পালন করত।
  • ফরচুনা রিডাক্স নিরাপদে বাড়ী ফিরে যাওয়ার জন্য।
  • ফরচুনা মুলিব্রিস মেয়েদের ভাগ্য নিয়ন্ত্রণ।
  • ফরচুনা ভিকট্রিক্স যুদ্ধে জয় নিয়ে আসে।[]
  • ফরাচুনা অগাস্টা সাম্রাজ্যের ভাগ্য নিয়ন্ত্রণ।[]
  • ফরচুনা ইকুয়েস্ট্রিস বীরদের ভাগ্য নিয়ন্ত্রণ।[]
  • ফরচুনা ভার্গু কুমারী মেয়েদের ভাগ্য নিয়ন্ত্রণ।[]
  • ফরচুনা রোমানা রোমের ভাগ্য নিয়ন্ত্রণ।[]

উদ্ধৃতি

সম্পাদনা

1.http://www.mlahanas.de/RomanEmpire/Mythology/Fortuna.html

2.http://www.thaliatook.com/OGOD/augusta.html

তথ্যসূত্র

সম্পাদনা
রোমান পুরাণ পরম্পরা
প্রধান দেবতা
অ্যাপোলো | কেরেস | ডায়ানা | ইউনো | জুপিটার | মার্স | মের্কুরি | মিনার্ভা | ভেনাস | ভুলকান | ডিভাস অগাস্টাস | ডিভাস জুলিয়াস | ফরচুনা | লেরিস | প্লুটো | ক্যুইরিনাস | সল | ভেস্তা
  NODES