সাধু (দ্ব্যর্থতা নিরসন)
উইকিমিডিয়ার দ্ব্যর্থতা নিরসন পাতা
(সাধু থেকে পুনর্নির্দেশিত)
সাধু বা সাধক বলতে পুণ্যবান সেসকল ব্যক্তিদের বোঝায় যারা কোন এক মহৎ উদ্দেশ্যে (সাধারণত ধর্ম) নিয়োজিত থাকেন কিংবা সাধনা করেন। সাধু শব্দটি দ্বারা সাধারণত নিম্নোক্ত বিষয় বোঝানো যেতে পারে-
- হিন্দু ধর্ম বিষয়ক সাধনাকারী, পূজারী কিংবা হিন্দু ধর্মগুরু।
- ইংরেজি সেইন্ট/সেন্ট শব্দের বাংলাকরণ সন্ত করা হয়েছে। সন্ত বলতে খ্রিষ্ট ধর্মের সাধু বোঝানো হয়ে থাকে, যারা সাধারণত ফাদার, ব্রাদার হিসেবে পশ্চিমাবিশ্বে পরিচিত।