আদিল রশিদ
আদিল উসমান রশিদ (জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৯৮৮, ব্র্যাডফোর্ড, ওয়েস্ট ইয়র্কশায়ার) একজন ইংরেজ ক্রিকেটার; যিনি মূলত ইয়র্কশায়ারের হয়ে খেলে থাকেন। এর পূর্বে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দলে অন্তর্ভুক্ত করা হয়। এরপর তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দলীয় স্কোয়াডের জায়গা হন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | আদিল রশিদ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ব্র্যাডফোর্ড, পশ্চিম ইয়র্কশায়ার, ইংল্যান্ড | ১৭ ফেব্রুয়ারি ১৯৮৮|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | দিল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি লেগ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | ওমর রশিদ (ভাই) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ২১০) | ২৭ আগস্ট ২০০৯ বনাম আয়ারল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ৯ জুন ২০১৫ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই শার্ট নং | ৯৫ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক (ক্যাপ ৪৬) | ৫ জুন ২০০৯ বনাম নেদারল্যান্ডস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ১৫ নভেম্বর ২০০৯ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই শার্ট নং | ৯৫ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৬–বর্তমান | ইয়র্কশায়ার (জার্সি নং ৩) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৭ | মেরিলেবোন ক্রিকেট ক্লাব | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১০–২০১২ | দক্ষিণ অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৫–২০১৬ | অ্যাডিলেড স্ট্রাইকার্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৭–বর্তমান | ঢাকা ডায়নামাইটস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকেট আর্কাইভ, 9 June 2015 |
বর্তমানে তিনি একজন অল-রাউন্ডার হিসেবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে ডান-হাতি ব্যাটসম্যান ও লেগ স্পিন বোলার হিসেবে প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও তিনি প্রথম-শ্রেনীর ক্রিকেটে ৩০০ এর অধিক উইকেট লাভ করার কৃতিত্ব অর্জন করেছেন।[১]
প্রাথমিক জীবন
সম্পাদনারশিদ পশ্চিম ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ডে জন্মগ্রহণ করেন এবং তিনি একজন পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক।[১] ইংল্যান্ডের তার সতীর্থ ক্রিকেটার মঈন আলীর মত তিনিও মিরপুরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তার পরিবার ১৯৬৭ সালে আজাদ কাশ্মীর থেকে ইংল্যান্ডে স্থানান্তরিত হন।[২][৩]
অমর রশিদ এবং হারুন রশীদ নামে তার ২টি ভাই রয়েছে। তারাও ক্রিকেটের সাথে সম্পৃক্ত্।[৪]
কর্মজীবনের সেরা পারফরমেন্স
সম্পাদনা২০১৫ এর ০৯ জুন পর্যন্ত
ব্যাটিং | বোলিং | |||||||
---|---|---|---|---|---|---|---|---|
স্কোর | ফিক্সার | মাঠ | মৌসুম | বিশ্লেষণ | ফিক্সার | মাঠ | মৌসুম | |
ওয়ানডে | ৬৯ | ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | এজবাস্টন, বার্মিংহাম | ২০১৫ | ৪–৫৫ | ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | এজবাস্টন, বার্মিংহাম | ২০১৫ |
টি২০আই | ৯* | ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ | ওভাল | ২০০৯ | ১–১১ | ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | ট্রেন্ট ব্রিজে | ২০০৯ |
এফসি | ১৫৭* | ইয়র্কশায়ার বনাম ল্যাঙ্কাশায়ার | হেডিংলি | ২০০৯ | ৭–১০৭ | ইয়র্কশায়ার বনাম হ্যাম্পশায়ার | রোজ বোল | ২০০৮ |
এলএ | ৪৩ | ইয়র্কশায়ার বনাম নেদারল্যান্ডস | এমটেলভিন | ২০১১ | ৪–৩৮ | ইয়র্কশায়ার বনাম নর্থামশায়ার | নর্দাম্পটন | ২০১২ |
টি২০ | ৩৪ | ইয়র্কশায়ার বনাম ওরচেস্টারশায়ার | ওরসেসটার | ২০১০ | ৪–২০ | ইয়র্কশায়ার বনাম লিসেস্টারসেয়ার | হেডিংলি | ২০১০ |
আন্তর্জাতিক রেকর্ডসমূহ
সম্পাদনাটেস্টে ক্রিকেটে ৫ উইকেট লাভ
সম্পাদনাআদিল রশিদের ৫ উইকেট লাভ | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | রান | খেলা | প্রতিপক্ষ | শহর/দেশ | মাঠ | বছর | ফলাফল |
১ | ৫/৬৪ | ১ | পাকিস্তান | আবু ধাবি, সংযুক্ত আরব আমিরাত | শেখ জায়েদ স্টেডিয়াম | ২০১৫ | ড্র |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Adil Rashid"। ECB। ২০০৭-০৪-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১২।
- ↑ "Moeen Ali interview: The England star on backing Alastair Cook, boos in Birmingham and wearing Save Gaza wristbands"। Evening Standard। ১৪ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "Yorkshire slowly skittles its traditional mould"। The Telegraph। ৬ আগস্ট ২০০৬। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ Marshall, Bill (১৯ আগস্ট ২০০৭)। "Brothers hoping to join the county set"। Bradford Telegraph and Argus। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে আদিল রশিদ (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে আদিল রশিদ (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)