উইকিসংকলন:প্রধান পাতা
শকুন্তলা প্রখ্যাত সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম গ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসাহে অবনীন্দ্রনাথ মহাকবি কালিদাসের অভিজ্ঞানশাকুন্তলম্ নামক বিখ্যাত সংস্কৃত নাটক অবলম্বনে এই গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থ রচনাকালে রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথকে অভয় দিয়ে বলেছিলেন, “তুমি লেখই-না, ভাষার কিছু দোষ হয় আমিই তো আছি।” অবনীন্দ্রনাথের লেখনী ছিল সম্পূর্ণ রবীন্দ্রপ্রভাবমুক্ত, সে যুগে এক বিরল ঘটনা। লীলা মজুমদারের মতে, “অবনীন্দ্রনাথের রচনা সবই শিল্পীর মনের কথা, তাই ছবিগুলি যেমন বাঙ্ময়, গল্পগুলিও তেমনি চিত্রময়।” নিজের সম্বন্ধে লেখক বলতেন, অবন ঠাকুর ছবি লেখে। এই আশ্চর্য লালিত্যপূর্ণ, চিত্রসৌকর্যময় ভাষার গ্রন্থমালা, বাংলা সাহিত্যে যা আজও অননুকরণীয় হয়ে রয়েছে, তার প্রথম স্তবক এই শকুন্তলা; যা বাংলা ১৩০২ সালের শ্রাবণ মাসে বাল্য গ্রন্থাবলী-র প্রথম গ্রন্থরূপে প্রকাশিত হয়। কণ্ব মুনির আশ্রমে পালিতা গল্পের নায়িকা শকুন্তলার সঙ্গে রাজা দুষ্মন্তের প্রেম ও বিবাহ, দুর্বাসা মুনির অভিশাপে উভয়ের বিচ্ছেদ ও শাপমোচনের পর তাঁদের মিলনের কাহিনী এই গল্পের উপজীব্য।
- কমলাকান্তের পত্র (১৯২৩, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
- মদীয় আচার্য্যদেব (১৯১৩, স্বামী বিবেকানন্দ)
- রথযাত্রা ও অন্যান্য গল্প (১৯৩১, নগেন্দ্রনাথ গুপ্ত)
- সীতারাম (১৯৩৯, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
- মেগাস্থেনীসের ভারত-বিবরণ (১৯৫১, রজনীকান্ত গুহ অনূদিত)
- এখানে দিনের রং বদলায় (২০২৪, আশিসরঞ্জন নাথ)
- সাহিত্যে প্রগতি (১৯৪৫, ভূপেন্দ্রনাথ দত্ত)
- সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা (১৮৫১, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
- ছিন্নপত্র (১৯১২, রবীন্দ্রনাথ ঠাকুর)
- জেলের খাতা (১৯৩৪, বিপিনচন্দ্র পাল)
- উনিশে মে: ভাষার সংকট (২০২১, রণবীর পুরকায়স্থ)
- বর্ণপরিচয় (দ্বিতীয় ভাগ) (১৮৭৬, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
- অলৌকিক নয়, লৌকিক (প্রথম খণ্ড) (২০০৭, প্রবীর ঘোষ)
- ষষ্ঠীতৎপুরুষনামা (২০২৩, সঞ্জীব দেবলস্কর)
- বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী (১৯৪১, অবনীন্দ্রনাথ ঠাকুর )
এটি নতুন লেখার একটি সংক্ষিপ্ত তালিকা (যোগ করুন)
এই মাসের মুদ্রণ সংশোধনের কাজটি হল রাজেন্দ্রলাল আচার্য রচিত বেলুনে পাঁচ সপ্তাহ (১৯২৫)।
সাম্প্রতিক সহযোগিতা: কমলাকান্তের পত্র, সীতারাম, ছিন্নপত্র, উনিশে মে: ভাষার সংকট, বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী, গ্রাম্য উপাখ্যান, বাজী রাও, রাজমোহনের স্ত্রী, ভারতে অলিকসন্দর, মেঘনাদবধ কাব্য |
- ১৮২৪ - উইলিয়াম উইল্কি কলিন্স জন্মগ্রহণ করেন।
- ১৮৫০ - এরউইন আলেক্সিস শোয়ানবেক মৃত্যুবরণ করেন।
- ১৮৮৪ - কেশবচন্দ্র সেন মৃত্যুবরণ করেন।
- ১৮৯৬ - পল ভের্লেন মৃত্যুবরণ করেন।
- ১৯৪১ - রবার্ট ব্যাডেন পাওয়েল মৃত্যুবরণ করেন।
|
|
মুক্ত মিডিয়া ভাণ্ডার
উইকি সফটওয়্যারের উন্নয়ন
সকল প্রকল্পের সমন্বয়কারক
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল
উন্মুক্ত জ্ঞানভান্ডার
উন্মুক্ত সংবাদ উৎস
উক্তি-উদ্ধৃতির সংকলন
উন্মুক্ত বিশ্বকোষ
জীবপ্রজাতি নির্দেশিকা
উন্মুক্ত শিক্ষা মাধ্যম
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা
অভিধান ও সমার্থশব্দকোষ