আল-আমিন
আব্বাসীয় খলিফা
মুহাম্মদ ইবনে হারুনুর রশিদ (আল আমিন বলে বেশি পরিচিত) (এপ্রিল ৭৮৭ – ২৪/২৫ সেপ্টেম্বর ৮১৩) (আরবি: محمد الأمين بن هارون الرشيد) ছিলেন ষষ্ঠ আব্বাসীয় খলিফা। ৮০৯ সালে তিনি তার পিতা হারুনুর রশিদের উত্তরসুরি হন। ৮১৩ সাল পর্যন্ত তিনি শাসন করেন। এসময় তার ভাই আল মামুনের সাথে গৃহযুদ্ধ চলার সময় তিনি ক্ষমতাচ্যুত ও নিহত হন।
মুহাম্মদ ইবনে হারুন আল আমিন Muhammad ibn Harun al-Amin محمد الأمين بن هارون الرشيد | |||||
---|---|---|---|---|---|
আব্বাসীয় খিলাফতের ৬ষ্ঠ খলিফা | |||||
রাজত্ব | ৮০৯-৮১৩ | ||||
পূর্বসূরি | হারুনুর রশিদ | ||||
উত্তরসূরি | আল মামুন | ||||
জন্ম | ৭৮৭ | ||||
মৃত্যু | ৮১৩ | ||||
| |||||
রাজবংশ | আব্বাসীয় | ||||
পিতা | হারুনুর রশিদ | ||||
মাতা | জুবাইদা | ||||
ধর্ম | ইসলাম |
তথ্যসূত্র
সম্পাদনাগ্রন্থপঞ্জি
সম্পাদনা- Muhammad ibn Jarir al-Tabari History volume xxxi, "The War Between Brothers," transl. Michael Fishbein, SUNY, Albany, 1992
আল-আমিন জন্ম: ৭৮৭
| ||
সুন্নি ইসলাম পদবীসমূহ | ||
---|---|---|
পূর্বসূরী হারুনুর রশিদ |
ইসলামের খলিফা ৮০৯-৮১৩ |
উত্তরসূরী আল মামুন |