ডাইন
ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বল পরিমাপের একক যা আধুনিক এসআই একক নিউটনের পূর্বসূরি। প্রাচীন গ্রিক δύναμις (রোমান অক্ষরে: dynamis) শব্দটি থেকে ডাইন শব্দটি নেওয়া হয়েছে যার আক্ষরিক অর্থ ক্ষমতা, বল, সামর্থ্য।[১][২] ডাইন একটি লব্ধ একক।
ডাইন (dyne) | |
---|---|
এককের তথ্য | |
একক পদ্ধতি | সিজিএস পদ্ধতি |
যার একক | বল |
প্রতীক | dyn |
একক রূপান্তর | |
১ dyn ... | ... সমান ... |
সিজিএস মৌলিক একক | 1 g⋅cm/s2 |
এসআই একক | 1.00×10–5 N |
ব্রিটিশ মহাকর্ষীয় একক | 2.248089×10–6 lbf |
ইতিহাস
সম্পাদনাবলের সিজিএস এককরূপে ডাইন নামটি ১৮৭৩ সালে প্রথম ব্রিটিশ এসোসিয়েশন ফর দি এডভান্সমেন্ট অব সাইন্স কর্তৃক প্রস্তাব করা হয়েছিল।[৩]
সংজ্ঞা
সম্পাদনাএক গ্রাম ভর যুক্ত একটি বস্তকে এক সেন্টিমিটার প্রতি বর্গ সেকেন্ড হারে ত্বরিত করতে যে পরিমাণ বলের প্রয়োজন তাকে এক ডাইন হিসেবে সংজ্ঞায়িত করা হয়।[৪] সমতূল্য আরেকটি সংজ্ঞা হল, “যে পরিমাণ বল এক গ্রাম ভরের উপর ক্রিয়া করলে প্রতি সেকেন্ডে 1 cms–1 হারে বেগের পরিবর্তন ঘটায় সেই পরিমাণ বলই এক ডাইন।”[৫]
রূপান্তর
সম্পাদনা- 1 ডাইন (dyn) = 1 গ্রাম-সেন্টিমিটার প্রতি বর্গ সেকেন্ড (g⋅cms–2) = 10−5 কেজি-মিটার প্রতি বর্গ সেকেন্ড (kg⋅ms–2) = 10−5 নিউটন (N)
- 1 ডাইন (dyn) = 10 মাইক্রো-নিউটন (μN)
- 1 ডাইন (dyn) ≈ 7.2330×10–5 পাউন্ডাল (pdl)
- 1 ডাইন (dyn) ≈ 2.2481×10–6 পাউন্ড-ফোর্স (ft⋅lbf বা lbf)
- 1 ডাইন (dyn) = 10 ন্যানোস্থীন (nanosthène) (পুরাতন মিটার-টন-সেকেন্ড পদ্ধতিতে)
- 1 নিউটন (N) = 1 কেজি-মিটার প্রতি বর্গ সেকেন্ড (kg⋅ms–2) = 105 গ্রাম-সেন্টিমিটার প্রতি বর্গ সেকেন্ড (g⋅cms–2) = 105 ডাইন (dyn)
প্রয়োগ
সম্পাদনাডাইন প্রতি সেন্টিমিটার এককটি পৃষ্ঠটান পরিমাপে ঐতিহ্যগতভাবে চলে আসছে। যেমন:– 25 °C (77 °F) তাপমাত্রায় পাতিত পানির[৬] পৃষ্ঠটান 71.99 ডাইন প্রতি সেন্টিমিটার (dyn/cm) এস আই এককে যা 71.99×10–3 নিউটন প্রতি মিটার (Nm–1) বা 71.99 মিলিনিউটন প্রতি মিটার (mNm–1)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "1411: δύναμις Noun, Feminine"। greeklexicon.org। ২০১৫-০৫-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২০।
- ↑ "δύναμις (Ancient Greek)"। www.wordsense.eu। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২০।
- ↑ Thomson, Sir Wl; Professor GC, Foster; Maxwell, Professor JC; Stoney, Mr GJ; Professor Flemming, Jenkin; Siemens, Dr; Bramwell, Mr FJ (সেপ্টেম্বর ১৮৭৩)। Everett, Professor, সম্পাদক। First Report of the Committee for the Selection and Nomenclature of Dynamical and Electrical Units। Forty-third Meeting of the British Association for the Advancement of Science। Bradford: Johna Murray। পৃষ্ঠা 224। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১২।
- ↑ Gyllenbok, Jan। "dyne"। Encyclopaedia of Historical Metrology, Weights, and Measures, Volume 1। Birkhäuser। পৃষ্ঠা 90। আইএসবিএন 9783319575988। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮।
- ↑ "Dyne"। The New Student's Reference Work। Chicago: Compton। ১৯১৪।
- ↑ Haynes, W.M.; Lide, D. R.; Bruno, T.J., সম্পাদকগণ (২০১৫)। "Surface tension of common liquids"। CRC Handbook of Chemistry and Physics (96nd সংস্করণ)। CRC Press। পৃষ্ঠা 6-181। আইএসবিএন 9781482260977।