ব্রাইটন

যুক্তরাজ্যের একটি ছোট শহর

ব্রাইটন (Brighton) যুক্তরাজ্যের সমুদ্র সৈকতের পারে অবস্থিত একটি ছোট শহর। ছুটি কাটানো বা আমোদ-প্রমোদের জন্যে এটি বিলেতবাসীদের কাছে জনপ্রিয়। যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলোর বার্ষিক সভার জন্যেও প্রায়শই ব্রাইটনকে ব্যবহার করা হয়।

ভূগোল ও ভৌগোলিক বিবরণ

সম্পাদনা

ব্রাইটনের উত্তরে সাউথ ডাউন্স ও দক্ষিণে ইংলিশ চ্যানেল অবস্থিত। সাসেক্স উপকূলের সেলসি বিল ও বিচি হেডের মধ্যে একটি প্রসশ্ত কিন্তু অগভীর উপসাগর রয়েছে; ব্রাইটন সেই উপসাগরের পাশ্ববর্তী মৌসুমী নদী ওয়েলেসবর্নের তীরে গড়ে ওঠেছে। ওয়েলেসবর্ন নদীটি সাউথ ডাউন্স থেকে প্রবাহিত হয়ে[] ইস্ট ক্লিফের নিকটবর্তী সৈকত দিয়ে ইংলিশ চ্যানেলে পতিত হয়।[]

জলবায়ু

সম্পাদনা

ব্রাইটনের জলবায়ু শান্ত। এই শহরের কৌপেন জলবায়ু শ্রেণিবিভাগ হল সিএফবি। ব্রাইটনের জলবায়ুর বৈশিষ্ট হল শান্ত আবহাওয়া, রৌদ্রোজ্জল, সামুদ্রিক মৃদুমন্দ হাওয়া, ও স্বাস্থ্যকর বাতাস। সমতল ভূমির উচ্চতা বৃদ্ধির সাথে সাথে গড় বৃষ্টিপাতের হার বেড়েছে। ১৯৫৮ সাল থেকে ১৯৯০ সালে গড় বৃষ্টিপাত ছিল সমুদ্রপৃষ্ঠে ৭৪৯ মিলিমিটার (২৯ ইঞ্চি) এবং সাউথ ডাউন্সের উপরে ব্রাইটনে প্রায় ১০০০ মিলিমিটার (৩৯ ইঞ্চি)। ১৭০৩, ১৮০৬, ১৮২৪, ১৮৩৬, ১৮৪৮, ১৮৫০, ১৮৯৬, ১৯১০, ও ১৯৮৭ সালে ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তুষারপাত খুবই কম, তবে ১৮৮১ এবং ১৯৬৭ সালে খুবই মারাত্মক তুষারপাত রেকর্ড করা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Carder 1990, §. 15।
  2. Collis 2010, p. 246।
  3. Carder 1990, §. 40।

গ্রন্থপঞ্জি

সম্পাদনা
  NODES