রিড এলং
বোলো বা রিড এলং হল গুগলের ভারতীয় কার্যক্রম হতে প্রকাশিত শিশুদের ভাষা-পঠন শিক্ষার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। ২০১৯ সালের ৬ই মার্চ অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে অবমুক্ত করা হয়।[১][২][৩] এতে দিয়া নামের একটি চরিত্র সচিত্র গল্পের মাধ্যমে শিশুদেরকে পড়া শিখতে সাহায্য করে। এতে ইংরেজি ও ভারতীয় প্রধান ভাষাসমূহ অর্থাৎ হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, মারাঠি ও উর্দুর পাশাপাশি স্পেনীয় ও পর্তুগিজ ভাষা পড়তে শেখারও সুবিধা রয়েছে। এতে মূলত লেখা-থেকে-কথা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে দিয়া নামক চরিত্র গল্প পড়ে শোনায় এবং পাশাপাশি কথা-থেকে-লেখা প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারী শিশুর পড়া সঠিক হল কিনা তা যান্ত্রিকভাবে শনাক্ত করা হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে এতে ছোটা ভীম ও কথা কিডসের গল্প সংযুক্ত করা হয়।[৪] ২০২০ সালের এপ্রিলে অ্যাপ্লিকেশনটির একটি নতুন সংস্করণ অবমুক্ত করা হয়।[৫] ২০২০ সালের সেপ্টেম্বরে এর ভাষা তালিকায় নবম ভাষা হিসেবে আরবি ভাষা যুক্ত করা হয়। [৬]
উন্নয়নকারী | গুগল |
---|---|
প্রাথমিক সংস্করণ | ৬ মার্চ ২০১৯ | (অ্যান্ড্রয়েড মার্কেট হিসাবে)
স্থিতিশীল সংস্করণ | ০১.০৪.২০
|
প্ল্যাটফর্ম | অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড টিভি |
ধরন | ডিজিটাল পরিবেশন, প্লে স্টোর |
ওয়েবসাইট | readalong |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'Google Read Along' to help 10 million UP school kids improve pronunciations"। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ৮ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২০।
- ↑ "'Google Bolo' to teach UP kids how to pronounce"। ফ্রি প্রেস জার্নাল (ইংরেজি ভাষায়)। ১৩ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২০।
- ↑ "Google introduces educational app Bolo to improve children's literacy in India"। টেকচার্চ (ইংরেজি ভাষায়)। ৬ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২০।
- ↑ "Google Lens, Bolo App Get Additional Indic Language Support"। NDTV Gadgets 360 (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২০।
- ↑ "Google Bolo Goes Global as 'Read Along' to Help Kids Learn Reading"। এনডিটিভি Gadgets 360 (ইংরেজি ভাষায়)। ৮ মে ২০২০। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২০।
- ↑ "Google adds Arabic to Read Along app to improve children's reading"। The National (Abu Dhabi) (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।