শ্রী
শ্রী একটি সংস্কৃত জাত শব্দ, যা ভারত উপমহাদেশীয় সমাজে সম্বোধন অর্থে ব্যবহৃত হয়।
শব্দের অর্থসমূহ
সম্পাদনাহিন্দুদের লক্ষ্মী ও সরস্বতী দেবীকে শ্রী সম্বোধন করা হয়। এছাড়াও বাংলাতে সৌন্দর্য, এবং রূপ লাবণ্যকেও শ্রী বলে।[১]
ব্যবহার
সম্পাদনাহিন্দু নামের উপাধি হিসেবে এই শব্দের ব্যবহার হয়। এছাড়াও হিন্দুদের দেবদেবীর সম্মানার্থে নামের পূর্বে শ্রী লেখা হয়।
বিভিন্ন ভাষায় শ্রী
সম্পাদনাদক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলিতে শ্রী শব্দের প্রচলন আছে।
ভাষা/লিপি | শ্রী লিখনি |
---|---|
পূর্বী নাগরী | শ্রী |
বর্মী ভাষা | သီရိ (thiri) |
দেবনাগরী লিপি | श्री |
গুজরাটি ভাষা | શ્રી |
ইন্দোনেশীয় ভাষা | Sri |
জাভানীয় ভাষা | ꦱꦿꦶ (শ্রী যুক্তবর্ণটি হয়তো ঠিকভাবে নাও দেখা যেতে পারে।) |
কন্নড় ভাষা | ಶ್ರೀ |
খ্মের ভাষা | ស្រី (Srey) and សេរី (Serey) |
লাও ভাষা | ສີ (Si) and ສຣີ (Sri) |
মালয় ভাষা | سري (Seri) |
মালয়ালম ভাষা | ശ്രീ |
ওড়িয়া ভাষা | ଶ୍ରୀ |
পাঞ্জাবি ভাষা | ਸ਼੍ਰੀ |
সিংহলি ভাষা | ශ්රී (Sri or "Shree") or සිරි (Siri) |
সিলেটি ভাষা | ꠍꠤꠞꠤ (siri) |
তামিল ভাষা | ஸ்ரீ (Shre or Shree) |
তেলুগু ভাষা | శ్రీ |
থাই ভাষা | ศิริ (Siri) and ศรี (Sri or Si) |
চাম ভাষা | Chế |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ""শ্রী" শব্দের অর্থ, "শ্রী" সমার্থক শব্দ"। www.english-bangla.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২১। C1 control character in
|শিরোনাম=
at position 27 (সাহায্য)