সিমা সমর
সিমা সমর ( ফার্সি: سیما سمر ; জন্ম ৩ ফেব্রুয়ারি, ১৯৫৭) হলেন একজন আফগান নারী ও মানবাধিকার আইনজীবী, সক্রিয়কর্মী এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামের সমাজকর্মী। তিনি ২০০১ থেকে ২০০৩ সালের ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি বর্তমানে আফগান স্বাধীনতা মানবাধিকার কমিশনের (এআইএইচআরসি) সভাপতির দায়িত্ব পালন করছেন এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সুদানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ছিলেন। ২০১১ সালে তিনি নতুন প্রতিষ্ঠিত সত্য ও ন্যায়বিচার পার্টির অংশ ছিলেন। ২০১২ সালে, "বিশ্বের সবচেয়ে জটিল ও বিপজ্জনক অঞ্চলে, মানবাধিকার, বিশেষত নারীর অধিকার প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘকালীন এবং সাহসী আত্মোৎসর্গের জন্য" তিনি রাইট লাইভলিহুড পুরস্কার পেয়েছিলেন।
সিমা সমর | |
---|---|
سیما سمر | |
আফগানিস্তানের নারী বিষবক মন্ত্রী | |
কাজের মেয়াদ ডিসেম্বর ২০০১ – ২০০৩ | |
রাষ্ট্রপতি | হামিদ কারজাই |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | গজনি, আফগানিস্তান | ৩ ফেব্রুয়ারি ১৯৫৭
জাতীয়তা | আফগানিস্তান |
রাজনৈতিক দল | ট্রুথ অ্যান্ড জাস্টিস পার্টি |
পুরস্কার | রাইট লাইভলিহুড পুরস্কার |
পুরস্কার ও স্বীকৃতি
সম্পাদনামানবাধিকার এবং গণতন্ত্র সম্পর্কে কাজের জন্য তিনি অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল- [১][২]
- ১৯৯৪ সম্প্রদায়গত নেতৃত্বের জন্য রামোন ম্যাগসেসে পুরস্কার;
- ১৯৯৫ সুইজারল্যান্ডের বিশ্ব অর্থনৈতিক ফোরাম থেকে আগামীর বিশ্ব নেতা;
- জন হামফ্রে স্বাধীনতা, অধিকার ও গণতন্ত্র পুরস্কার, , কানাডা ২০০১;[৩]
- সেরা সমাজকর্মী পুরস্কার, মেলো ট্রাস্ট ফাউন্ডেশন, কোয়েটা, পাকিস্তান মার্চ ২০০১;
- আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার, আন্তর্জাতিক মানবাধিকার আইন সমিতি, ওয়াশিংটন, ডিসি এপ্রিল ২০০২;
- এশিয়া গণতন্ত্র ও মানবাধিকার পুরস্কার, ডিসেম্বর ২০০৮ [৪]
- অর্ডার অফ কানাডার সম্মানসূচক অফিসার, ২০০৯ [৫]
- রাইট লাইভলিহুড পুরস্কার, ২০১২ [৬]
- ২০১২ সালের নভেম্বর মাসে সামাজিক ন্যায়বিচারের জন্য মাদার তেরেসা পুরস্কার [৭]
- ২০১৩ সালের মে মাসে সালেম স্টেট বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসুচক ডক্টরেট
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Honors listed in citation for the 2003 Perdita Huston Human Rights Award ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৬-০৯-০১ তারিখে accessed at Oct 20, 2006
- ↑ "Allard Prize Recipient and Honourable Mentions"। Allard Prize for International Integrity। Peter A. Allard School of Law। ৩০ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৫।
- ↑ "John Humphrey Freedom Award 2009"। Rights & Democracy। ২০১০। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১১।
- ↑ "The Asia Democracy and Human Rights Award"। Tfd.org.tw। সংগ্রহের তারিখ ২০১২-০৫-০৮।
- ↑ "Governor General announces 60 new appointments to the Order of Canada"। জুলাই ১, ২০০৯। জুলাই ৫, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Alternative Nobel Prize to Hazara Human Rights Activist Sima (...) - Kabul Press کابل پرس"। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Mother Teresa Awards 2012"। Mother Teresa Awards: A Harmony Foundation Initiatives। ১৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৪।