স্কিকদা
স্কিক্দা (আরবি: سكيكدة) উত্তর-পূর্ব আলজেরিয়ার একটি বন্দর শহর। এটি কন্সটান্টিন শহরের কাছে স্তোরা উপসাগরের তীরে অবস্থিত। ফরাসি ঔপনিবেশিক আমলে এর নাম ছিল ফিলিপভিল।[১] এখান থেকে ফল, শাকসব্জি, গবাদি পশু, গম, লোহা ও মর্মর পাথর রপ্তানি করা হয়। প্রধান প্রধান শিল্পের মধ্যে আছে মৎস্য ও কৃষিজাত দ্রব্য প্রক্রিয়াকরণ, লোহার আকরিকের গলন, এবং অ্যালুমিনিয়াম উৎপাদন। প্রাচীনকাল থেকে শহরটি বিভিন্ন জাতির ও দেশের দখলে এসেছে। বর্তমান শহরটি ১৮৩৮ সালে ফরাসিরা স্থাপন করে।
পাদটীকা
সম্পাদনা- ↑ "Philippeville, Algeria"। World Digital Library। ১৮৯৯। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-২৬।