স্যাফো ছিলেন একজন গ্রিক গীতিকাব্য রচয়িতা। তিনি লেসবস দ্বীপে জন্মগ্রহণ করেন। আলেকসান্দ্রীয়রা নয়জন গীতিকাব্যের কবির তালিকায় তাঁকে অন্তর্ভুক্ত করেছিলেন। তাঁর জন্মকাল ৬৩০ থেকে ৬১২ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোনো এক সময়, এবং বলা হয় যে তিনি ৫৭০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মারা যান, কিন্তু তাঁর জীবন সম্পর্কে নির্দিষ্ট করে প্রায় কিছুই জানা যায় না। তাঁর কবিতা প্রাচীন যুগের অধিকাংশ সময়ে সুপরিচিত এবং আদৃত হলেও এখন তার অধিকাংশই হারিয়ে গেছে; অবশ্য টিকে থাকা সামান্য কিছু কাব্যাংশের মাধ্যমেই তাঁর অপরিমেয় সুখ্যাতি বজায় আছে।দুটি উল্লেখযোগ্য কাব্য অড টু আফ্রডিটি বা এ্যাফ্রদিতির জয়গাঁথা এবং টিথোনাস পয়েম

স্যাফোর আবক্ষ মূর্তি, খোদাই করে লেখা স্যাফো এরেসিয়া, অর্থাৎ "এরেসসের স্যাফো। পঞ্চম খ্রিষ্টপূর্বাব্দের একটি গ্রিক ভাস্কর্যের রোমান অনুকৃতি।
পম্পেই থেকে প্রাপ্ত স্যাফোর ফ্রেস্কো, আ. ৫০ খ্রিষ্টাব্দ।


প্রাচীন টীকাকারদের মতে স্যাফো গীতিকবিতার পাশাপাশি 'শোকগাথা' এবং পাঁচমাত্রা'র কবিতাও রচনা করেছেন।

স্যাফোর জীবনী সম্পর্কে খুব অল্পই জানা গেছে।তিনি লেসবোস এর এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেছেন বলে ধারণা করা হয়,যদিও তার মাতাপিতার পরিচয় সম্পর্কে কোন স্পষ্ট তথ্য নেই।প্রাচীন তথ্যানুসারে তার তিন ভাই ছিলো।স্যাফোকে আনুমানিক খ্রিষ্ট পূর্ব ৬০০ অব্দে সিসিলিতে নির্বাসিত করা হয়।

স্যাফো প্রায় দশ হাজার পঙ্‌ক্তি রচনা করেছিলেন।তিনি হেলেনীয় পন্ডিতগণের দ্বারা উচ্চ প্রসংশিত হয়েছিলেন এবং তার কবিতা আজও অনন্যসাধারণ বলে পরিগণিত হয়।অনেক সাহিত্যিকই তার লেখনী দ্বারা হয়েছেন।কবিতা ছাড়াও তিনি নারীর প্রতি নারীর প্রেম এবং আকাঙ্খা'র (সমকামিতা) প্রতীক হিসেবে পরিচিত।ইংরেজি শব্দ 'স্যাপিক' এবং 'লেসবিয়ান' এসেছে যথাক্রমে তার ও তার জন্মভূমির নাম থেকে।

 
স্মির্নায় প্রাপ্ত স্যাফোর রোমান আবক্ষ মূর্তি, অধুনা নিরুদ্দেশ হেলেনিস্টিক মূলের অনুকৃতি (ইস্তানবুল প্রত্নতাত্ত্বিক জাদুঘর)।

স্যাফোর জীবন সম্পর্কে জানার জন্য সমসাময়িক উৎস বলতে আছে কেবল তাঁর নিজের কবিতা, এবং পণ্ডিতরা এর জীবনীমূলক পাঠের বিষয়ে সন্দিহান। পরবর্তীতে রচিত জীবনীমূলক লেখাপত্রও নির্ভরযোগ্য নয়।[]

স্পষ্টত স্যাফো'র জীবনী সম্পর্কিত খুব কম তথ্যই নিশ্চিতভাবে জানা যায়।তিনি লেসবস দ্বীপের অধিবাসী ছিলেন এবং খুব সম্ভবত খ্রিষ্টপূর্ব ৬৩০ অব্দে জন্ম গ্রহণ করেন।স্যাফোর পিতার সম্পর্কিত কোন তথ্য তার লেখায় পাওয়া যায় নি।স্যাফোর কোন ভাস্কর্য বা প্রতিকৃতি পাওয়া যায় নি।'টিথোনাস পয়েম'এ তিনি তার চুুুুলের বর্ণনায় লিখেছেন 'এখন সাদা,কিন্তু একসময় কালো ছিলো।'দ্বিতীয় শতাব্দীর প্যাপিরাস সাহিত্য থেকে জানা যায় তিনি খর্বাকায় ছিলেন।কোন কোন পণ্ডিতের মতে এসব তথ্যের কোন বিশ্বাসযোগ্যতা নেই।

তথ্যানুযায়ী তার তিনজন ভাই ছিলো।ক্লেইস নামে একটি কন্যার কথাও জানা যায়।তবে সব পণ্ডিত এ তথ্য মানতে নারাজ।কোথাও তাকে স্যাফোর কন্যা হিসেবে আবার কোথাও স্যাফোর প্রেমিক হিসেবে উল্লেখ করা হয়েছে।

আনুমানিক ৬০০ অব্দের দিকে স্যাফো এবং তার পরিবারকে লেসবস থেকে সিসিলিতে নির্বাসন দেয়া হয়।ধারণা করা হয় লেকাডিয়ান খাদ থেকে লাফিয়ে পড়ে তিনি তার প্রাণ দেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. উদাহরণ হিসেবে দেখুন (ইংরেজি)Fairweather, J. (১৯৭৪)। "Fiction in the biographies of ancient writers"। Ancient Society5: 231–276। আইএসএসএন 0066-1619 ; Lefkowitz, Mary R. (১৯৮১)। The Lives of the Greek Poets। Baltimore: Johns Hopkins University Press। আইএসবিএন 0-8018-2748-5 
  NODES