.ইজি মিশরের ল্যাটিন আলফাবেটে কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। .ইজি ডোমেইন নামের নিবন্ধনের জন্য অবশ্যই মিসরে কোন প্রতিনিধি বা মিসরীয় কোন ডিএনএস সার্ভারে নিবন্ধিত থাকতে হবে। মিসরের আরবীয় অক্ষরের ডোমেইন নাম হল .مصر‎।[][] ২০১১-এর মিসরীয় আন্দোলনের সময় সরকার .ইজি ডোমেইন বন্ধ করে দেয়।

.ইজি
EUN
প্রস্তাবিত হয়েছে১৯৯০
টিএলডি ধরনকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিমিসরীয় বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক
প্রস্তাবের উত্থাপকমিসরীয় বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক
উদ্দেশ্যে ব্যবহারমিশরের অস্তিত্বের সাথে সম্পর্কিত
বর্তমান ব্যবহারমিসরে জনপ্রিয়
কাঠামোনিবন্ধন সরাসরি দ্বিতীয় স্তরে অথবা দ্বিতীয় স্তরের অধীন তৃতীয় স্তরে
ওয়েবসাইটনিবন্ধন তথ্য

দ্বিতীয় স্তরের ডোমেইন

সম্পাদনা

মোট এগারোটি দ্বিতীয় স্তরের ডোমেইন রয়েছে। নিবন্ধন সরাসরি দ্বিতীয় স্তরে অথবা দিা্বতীয় স্তরের অধীন তৃতীয় স্তরে।

  • .com.eg: ব্যাবসায়িক সাইট
  • .edu.eg: শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট
  • .eun.eg: মিসরীয় বিশ্ববিদ্যালয়
  • .gov.eg: সরকারি ওয়েবসাইট
  • .info.eg: তথ্য সেন্টার
  • .mil.eg: মিলিটারি সাইট
  • .name.eg: ব্যক্তিগত নামের ওয়েবসাইট
  • .net.eg: নেটওয়ার্কিং
  • .org.eg: মিসরীয় সংস্থা
  • .sci.eg: বৈজ্ঞানিক সাইট
  • .tv.eg: ভিজুয়াল মিডিয়া

দ্বিতীয় স্তরের নিবন্ধন বর্তমানে অনুমোদিত। উদাহরণ: nic.eg, bibalex.eg, coke.eg, vodafone.eg, nile.eg.

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা


  NODES
os 1
web 2